আমার সবকিছু সেই মানুষটার সঙ্গে: অধরা খান

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ , ১০:০৩ এএম


আমার সবকিছু সেই মানুষটার সঙ্গে: অধরা খান
ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। কিছুদিন আগে শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ। এ সিনেমায় তাকে অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে। সম্প্রতি নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।

বিজ্ঞাপন

অধরা খান বলেন, আমার বাইরে প্রেম করার মতো কোনো অপশন নেই। কারণ, আমি ইতোমধ্যেই একজনের বাগদত্তা। আর এখন আমার সব কিছু সেই মানুষটার সঙ্গে। প্রেম আমি তার সঙ্গেই করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কাজের প্রয়োজনে আমরা অনেকের সঙ্গে আলোচনা করি। সেটা পরিচালক, নায়ক যে কেউ হতে পারে। দেখা যায় মানুষ সেটাকেই ইস্যু করে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। তাই আমি মনে করি যা করার সবাইকে জানিয়েই করা উচিত। তাতে মিথ্যা গুজব থেকে বাঁচা যাবে।

‘ঋতুকামিনী’ সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ও দীপা খন্দকারসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission