• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

‘জানরে’ গানে জমজমাট সুলতানপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৩, ১৬:০৩
অধরা খান ও স্নিগ্ধজিত

ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন স্নিগ্ধজিত। সেই স্নিগ্ধজিতের গাওয়া প্রথম বাংলাদেশি গান ‘জানরে’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান। সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (২ জুন)।

গানটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির কোনো ক্ষেত্রেই আমি কোনো কম্প্রোমাইজ করিনি। এই সিনেমাটির গল্পই হচ্ছে মূল নায়ক। অভিনয়শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাবে দর্শক শ্রোতারা।’

সুলতানপুর সিনেমাটির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সানজু জন ও অধরা খান। এ ছাড়াও এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন।

প্রসঙ্গত, নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্য লিডার’ সিনেমাটির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটি ছিল এই নির্মাতার প্রথম সিনেমা। এর দীর্ঘ কয়েক বছর পর তিনি আরও একটি পলিটিক্যিাল থ্রিলার অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার সবকিছু সেই মানুষটার সঙ্গে: অধরা খান
নতুন সিনেমায় অধরা 
১১ বছর পর হবু বরকে প্রকাশ্যে আনলেন নায়িকা অধরা