ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে জড়িয়েছি : প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ মে ২০২৩ , ০৮:১৪ পিএম


loading/img

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যে ভারতের গণ্ডি পেড়িয়ে পাড়ি জমিয়েছেন হলিউডে। সেখানেও অভিনয়ে অর্জন করেছেন খ্যাতি। ভালোবেসে ঘর বেঁধেছেন মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে। তবে তার আগে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। 

বিজ্ঞাপন

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। 

প্রিয়াঙ্কা বলেন, আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে জড়িয়েছি। আর বিভিন্ন সম্পর্কে থাকার কারণে নিজেকে সময় দিতে পারিনি আমি।

বিজ্ঞাপন

একাধিক সম্পর্কে জড়ানোর কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি অনেক কাজ করেছি। সবসময় যে অভিনেতাদের সঙ্গে কাজ করেছি এবং সেটে  যাদের সঙ্গে দেখা হয়েছে,  তাদের সঙ্গে ডেট করেছি আমি। একটি সম্পর্ক আসলে কেমন হওয়া উচিৎ আমার সে ধারণা ছিল না। তাছাড়া একজন উপযুক্ত মানুষ খুঁজছিলাম, যে আমার জীবনে আসবে। তবে আমার আগের সম্পর্কগুলো খুব খারাপভাবে শেষ হয়েছে।    

প্রিয়াঙ্কা বলেন, ‘জীবনে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, তারা ভীষণ চমৎকার মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর সঙ্গে পরিচয়ের আগের দুই বছর আমি কোনো সম্পর্কে ছিলাম না। কারণ আমার জানা দরকার ছিল যে, কেন আমি একই ভুল বার বার করছি।’  

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। বিয়ের পর বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির সংসারে মালতী নামের একটি কন্যা সন্তান রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |