ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

গোপনে বিয়ের পর জানা গেল বাবা হচ্ছেন রোশান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ মে ২০২৩ , ০৬:৫৬ পিএম


loading/img

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান ও তাহসিন এশা। বিয়ের তিন বছর পর এসে শনিবার (৬ মে) দুই পরিবারের সম্মতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেন এই দম্পতি।

বিজ্ঞাপন

তবে এতদিন ঠিক কি কারণে তাদের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন সে বিষয়টিও জানিয়েছেন তিনি।

এবার জানা গেল, রোশানের স্ত্রী তাহসিনা এশা অন্তঃসত্ত্বা। আর বাবা হতে চলেছেন নায়ক রোশান। বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।

বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান।

জানা গেছে, কক্সবাজারে নতুন সিনেমা ‘এক্সকিউজ মি’র শুটিংয়ের অংশ নিচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান খান। এতে রোশানের বিপরীতে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |