ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চিরনিদ্রায় শায়িত হলেন নায়ক ফারুক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মে ২০২৩ , ১১:২৭ পিএম


loading/img

না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুর খবরটি পাওয়ার পর থেকেই শোক প্রকাশ করছেন অভিনেতার চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা।

বিজ্ঞাপন

দিনভর বিভিন্ন জায়গায় জানাজা ও শ্রদ্ধা শেষে অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছেছে তার মরহদেহ। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামের পৈতৃক ভিটায় আনা হয়। এরপর তার দাফন সম্পন্ন করা হয়।

এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। তাকে একনজর দেখার জন্য মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (১৫ মে) পরপারে চলে গেছেন চিত্রনায়ক ফারুক। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১৬ মে) তার মরদেহ দেশে আনা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |