ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ভক্তদের দুঃসংবাদ দিলেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ মে ২০২৩ , ০৫:৩৪ পিএম


loading/img

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।

বিজ্ঞাপন

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। সে সময় জানানো হয়েছিল আসন্ন কোরবানি ঈদেও সিনেমা হলে থাকবেন এ জুটি। ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটিতে দেখা যাবে তাদের। কিন্তু মন খারাপ করা খবর হলো ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না।সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বর্ষা।

তিনি বলেন, ‘সিনেমার চরিত্রটি একেবারে নতুন ধরনের। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের কাছে ভালো লাগবে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।’

বিজ্ঞাপন

তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

এতে দেশের অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউড ও তুরস্কের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত উল্লেখযোগ্য।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |