ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৫ মে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়েছে। কিংবদন্তির মৃত্যুর পরপরই তার সংসদীয় আসনে প্রার্থী হতে একাধিক অভিনয়শিল্পীর তৎপরতা লক্ষ করা যাচ্ছে।
শুরুটা করেছেন ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পরই কালক্ষেপণ না করে ঢাকা-১৭ আসনের মনোনয়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি।
এদিকে ফারুকের আসনে এমপি হতে চিত্রনায়ক ফেরদৌসের নাম প্রস্তাব করেছেন ওমর সানী। তার মতে, ফেরদৌস দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই প্রধানমন্ত্রীর কাছে এই আসনে ফেরদৌসকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যদিকে চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন কিংবদন্তি অভিনেতা আলমগীরের নাম। সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় যখন ঢাকা-১৭ আসনে তারকাদের প্রার্থীতা নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই এর প্রতিবাদে সরব হয়েছেন নায়ক রাজ রাজ্জাকপুত্র অভিনেতা বাপ্পারাজ। গুলশানের বাসিন্দা এ নায়ক স্পষ্ট ভাষায় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘গুলশান আপনাদের চায় না।’
বাপ্পারাজের ভাষ্যমতে, সদ্য প্রয়াত চিত্রনায়ক ফারুকের ইমোশন ব্যবহার করে অনেকেই নির্বাচনী ফায়দা নিতে চাইছেন। তাদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই যোগ্য যে কোনো কাজ অসমাপ্ত রাখেন না- যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন। গুলশান আপনাদের চায় না।’