ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মঞ্চে উঠে মেজাজ হারালেন সংগীতশিল্পী কৈলাস খের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ০২:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

একটি গানের অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারিয়ে বসলেন সংগীতশিল্পী কৈলাস খের। মঞ্চে উঠে তিনি রীতিমতো তুলোধনা করেন উদ্যোক্তাদের।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ মে) থেকে লখনউতে শুরু হয়েছে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’। 

জানা গেছে, এখনপর্যন্ত ভারতের সব থেকে বড় খেলাসংক্রান্ত অনুষ্ঠান এই ‘খেলো ইন্ডিয়া’ বলেই প্রচারণা করেছেন অনুষ্ঠানের আয়োজকেরা। সারাদেশের প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন

প্রায় দশ দিন ধরে চলা এই অনুষ্ঠানে খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আর সেখানেই গাইতে গিয়ে মেজাজ হারান কৈলাস। 

মঞ্চে কৈলাসকে বলতে শোনা যায়, ‘এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি,  বেশি চালাকি না দেখিয়ে একটু ভদ্রতা শিখুন। কী ধরনের অনুষ্ঠান এই খেলো ইন্ডিয়া?  এরা তো কাজটাই পারে না! রীতিমতো মাইকের মধ্যেই চিৎকার করতে থাকেন এই গায়ক।

আরও একটা ভিডিওতে কৈলাস বলেন,  যখন আমাকে অনুষ্ঠান করতে ডেকেছেন,  তাহলে আগামী একঘণ্টা আমার। আমি আমার দর্শক ও মাতৃভূমির সম্মান করি। তবে অনুষ্ঠানের উদ্যোক্তরা একেবারেই ভালো নয়।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ অনুষ্ঠানটির পর্দা নামবে আগামী ৩ জুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |