ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

দিব্যর অভিনয়ে মুগ্ধ হয়ে যে কাণ্ড ঘটালেন তামিল নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ মে ২০২৩ , ১০:৫৬ এএম


loading/img
ফাইল ফটো

টিভি নাটকের জনপ্রিয় তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির ছেলে দিব্য হাঁটছেন বাবা-মায়ের পথেই। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের। শুধু নাটক নয়, সিনেমাতেও নাম লিখিয়েছেন দিব্য।   

বিজ্ঞাপন

দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও প্রশংসিত হচ্ছে দিব্যর অভিনয়। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-এর অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন ভারতের তামিল এবং বাংলা সিনেমার নায়িকা কথা নন্দী।   

বিষয়টি নিশ্চিত করে দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ‘মহানগর টু’- এর অভিনয়ে মুগ্ধ হয়ে, ভারতের বাংলা ও তামিল সিনেমার অভিনেত্রী কথা নন্দী দূর দেশ থেকে দিব্যকে শুভেচ্ছা জানিয়ে বাসায় ফুল পাঠিয়েছেন। 

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, তার প্রতিনিধির মাধ্যমে দিব্যর জন্য ফুল পাঠানোর পরে,  হোয়াটস অ্যাপে ফোন করে বেশ অনেকক্ষণ কথা বলে তার সেই মুগ্ধতা প্রকাশ করেন। এমনকি ‘কারাগার টু’ দেখেও ভীষণ মুগ্ধ হয়েছেন কথা নন্দী।

সেই সঙ্গে অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে শাহনাজ খুশি বলেন, কথা নন্দীর সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘থালাইকুথাল’। যেটা নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়। এসব শুভাশীষ-ভালোবাসা নিশ্চয় দিব্যর জন্য কাজের প্রেরণা হবে। ধন্যবাদ কথা নন্দী!

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে বলে দিব্যকে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন তরুণ এই অভিনেতা। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |