সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ-সুনেরাহর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অভিনেত্রী কথা বললেও চুপ ছিলেন রাজ। এবার সেই ছবি এবং ভিডিও নিয়ে মুখ খুলেছেন তিনি।
শরিফুল রাজ গণমাধ্যমকে বলেন, এসব ভিডিও অনেক আগের, প্রায় পাঁচ বছর হবে। সুনেরাহ-তিশা আমার কমন ফ্রেন্ড। আমরা খুবই ভালো বন্ধু। এর বাইরে কিছুই না। আর এসব ভিডিও আমি ছাড়িনি। কে ছেড়েছে, এসব নিয়ে পরে কথা বলব। আমি এখন ব্যস্ত আছি ‘ইনফিনিট টু’-এর ডাবিং নিয়ে। ডাবিং শেষ করে পরে কথা বলব!
এদিকে ভিডিও ফাঁসের ঘটনায় সুনেরাহ এবং রাজের স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণি একে অপরকে দোষারোপ করছেন।
সুনেরাহ বলেছেন রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিওগুলো তার স্ত্রী-ই ছড়িয়েছেন। অপরদিকে পরীমণি বলছেন, সংসার ভাঙার জন্য সুনেরাহ এ কাজ করেছেন। এমনকি তিনি একা নন তার সঙ্গে একটি চক্র সংসার ভাঙতে কাজ করছেন বলে জানান পরী।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা রাজ এবং সুনেরাহর ভিডিও ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে হঠাৎ রাজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে এই ঘটনায় রীতিমতো উত্তাল নেটদুনিয়া। এমনকি শোবিজসহ দেশজুড়ে চলছে নানান তর্ক-বিতর্ক।