• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রাজকে পরীর গালি, মুছে দিলেন স্ট্যাটাস!

বিনোদন ডেস্ক, আররটিভি নিউজ

  ০৪ জুন ২০২৩, ১৯:৫০
শরীফুল রাজ ও পরীমণি

শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। গেল ক’মাস ধরে শোবিজে গুঞ্জন চলছে, তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার জীবন ভালো যাচ্ছে না। এমনও কথা রটে, বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা।

এই গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার (২৯ মে) অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁসের পর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি হয়।

রীতিমতো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন তারা। ফের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠেছে রাজ-পরীর। এরমধ্যেই রোববার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি শরীফুল রাজকে ট্যাগ করে একটি স্ট্যাটস দেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। তবে কিছুক্ষণ পরেই মুছে ফেলা হয় সেই স্ট্যাটাস।

বিষয়টি আরটিভি নিউজকে পরীমণি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ আমিই দিয়েছি।’ তবে এর বেশি কিছু আর বলেননি।

সেই স্ট্যাটাসে লেখা ছিল, ‘শরিফুল রাজ তুই একটা কুত্তার বাচ্চা। আমার বাচ্চার নাম মুখে আনবি না আর কোনো দিন। আজকেও মাঝ রাত্তিরে তোর মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোর কাছে! আগে সুস্থ মানুষ হ জানোয়ার। এই জগতের লোকেদের অনেক কিছু দেখার বাকি আছে। আয় এবার কে কে আসবি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ভিসা নিয়ে মন খারাপ পরীমণির
ঘুম থেকে উঠে ভিডিও’র পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম: পরীমণি
জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
সন্তানদের সঙ্গে পরীমণির নতুন ভিডিও ভাইরাল