ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

গান গেয়ে আলোচনায় মেয়র আতিক (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জুন ২০২৩ , ১০:৫৮ পিএম


loading/img

গানের দুনিয়ায় প্রবেশ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একটু আনমনে হলেই আমরা যে সুর বাজিয়ে তুলি সময়কে। ঠিক তেমনি বাদ্যযন্ত্রের তালে তালে ‘চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না’ গাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গানের মূল শিল্পী ফকির আলমগীর।

বিজ্ঞাপন

ব্যবসা, রাজনীতির বাইরে অবসর সময়ে সুযোগ পেলেই গান করেন ঢাকা উত্তরের নগরপ্রধান। যার প্রমাণ আগেও তিনি দিয়েছেন। মেয়র আতিকের গান গাওয়ার এমন আরও উদাহারণ রয়েছে। তবে সেটা শখের বশেই। এবার তার গাওয়া ‘চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না’ গানটি প্রকাশ করেছে ‘মেইড ইন বাংলাদেশ’ নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে গানটি আপলোড করা হলেও, সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এটি।

ফেসবুকে এ গানের ভিউ হয়েছে দশ লাখের বেশি, কমেন্ট পড়েছে দেড় হাজারের বেশি, শেয়ার হয়েছে চার হাজারের বেশি এবং রিয়াক্ট পরেছে ৬১ হাজারের বেশি। কমেন্টের মধ্যে বেশিরভাগই ইতিবাচক। সাধারণ মানুষ তার গায়কীর প্রশংসা করছে। অন্যদিকে, ইউটিউবে গানটির ভিউ তিন হাজারের ওপরে হলেও বেশিরভাগ মন্তব্যই প্রশংসিত।

বিজ্ঞাপন

গানের সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, কিছু কথা বলব আজকে আপনাদের। বলব একজন বাবার কথা, একজন ভালো মানুষের কথা। ভালো মানুষ কেন বললাম? যার ভেতর গান আছে, তার ভেতর মনুষ্যত্ব আছে। আমি তাকে গুরুত্বপূর্ণ একজন অথবা উনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র অথবা তিনি BGMEA (বিজিএমইএ)-এর এক্স সভাপতি অথবা একজন সফল উদ্যোক্তা এরকম করে ভাবছি না আমি।

আরও লেখেন, ওনাকে ভাবছি একজন গানের মানুষ হিসেবে ঠিক আমাদের মতো সাধারণ ভাবে। ওনার সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। অনেক বার স্টেজ শেয়ার করেছি। অনেক স্পিচ শুনেছি, শিখেছি কিভাবে বড় মানুষ হওয়া যায়। আজকে আপনারা উনাকে যেভাবে দেখছেন উনি আসলেই এই মানুষটাই। আমার বন্ধু বুশরা এবং তার স্বামীকে ধন্যবাদ তাদের কারণেই আপনারা আতিক ভাইয়াকে এভাবে গান গাইতে দেখতে পারছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মেয়র আতিকের ‘চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না’ গানটি গায়কীর সঙ্গে ইউকেলেলে বাজিয়েছেন ইমরান। খমক বাজিয়েছেন সৌরভ এবং কাহন বাজিয়েছেন শিশির।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |