ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তুমি আমার কেউ না : সাফা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ জুন ২০২৩ , ১১:৪২ পিএম


loading/img

দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। খুব বেশি অভিনয়ে নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জুন) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, তুমি আমার কেউ না, তবুও সবচেয়ে প্রিয় কেউ।

ছবিতে দেখা যায়, কানে তার ফুল তিনি এক ভাবনার জগতে আছেন। তবে নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে ছবি দুটো তুলে দিয়েছে কে আর ক্যাপশন তিনি কাকে মেনশন করলেন। যদিও এর উত্তর দেননি সাফা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |