ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘এমন পোশাক পরি না, যেটা দেখে আমার ফ্যামিলি নার্ভাস হয়ে যায়’

নিয়াজ শুভ

শনিবার, ১৭ জুন ২০২৩ , ১১:৪২ পিএম


loading/img

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিভিন্ন সময়ে কাটানো নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করে অন্তর্জালে নিজের উপস্থিতির জানান দেন তিনি। সম্প্রতি আরটিভি নিউজের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

শাকিলা বলেন, ‘আমার মিডিয়াতে আসার ইচ্ছা ছিলো না। অভিনয়কে যে পেশা হিসেবে নিব, সেটাও ভাবিনি। যখন কাজ শুরু করি, তখন ভাবতাম আমি ভালো অভিনয় করতে পারি না। কিন্তু সবাই যখন প্রশংসা করে, তখন মনে হয় আমিও কিছুটা পারি (মুখে হাসি)। এজন্য আগ্রহটা বেড়েছে।’

বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করতে চান তিনি। বিয়ের সাজও রাখতে চান বেশ সাটামাটা। লাল শাড়ি আর স্বর্ণের গয়নাতেই সাজার পরিকল্পনা এ অভিনেত্রীর।

বিজ্ঞাপন

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ- এ প্রসঙ্গে শাকিলা বলেন, ‘ছেলেকে অবশ্যই শিক্ষিত ও সৎ হতে হবে। পাশাপাশি আমার মতো সাহসী হতে হবে। খুব বেশি টাকা-পয়সার মালিক না হলেও সমস্যা নেই, কারণ আমি নিজেই উপার্জন করতে পারি।’

কাজের ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে টিকটক ভিডিওতেও নজর কাড়েন শাকিলা। অবশ্য এ কারণে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। তবে এসবে মোটেই তোয়াক্কা করছেন না এ অভিনেত্রী।

তার ভাষ্যমতে, ‘সোশ্যাল মিডিয়ায় কাকে বুলিং করে না? সিনিয়রদের যেভাবে বুলিং করা হয়, সেটাই কেউ আটকাতে পারছে না। চিত্রনায়িকা পূর্ণিমা আপুর মতো একজন গুণী অভিনেত্রীকেও টিকটকে ভিডিও করা নিয়ে পোক করা হয়। তাহলে সম্মানটা কাদের দেওয়া হবে? আমি ছোট মানুষ, আমার বয়সও কম; এ কারণে এসব বিষয় ইগ্নোর করি।’

বিজ্ঞাপন

সাধারণ মানুষের তুলনায় তারকাদের একটু বেশিই ফ্যাশন সচেতন হতে হয়। এমনকি তারা কীভাবে পর্দায় নিজেদের উপস্থাপন করবেন, সেটিও বিশেষ ভাবনার বিষয়। নিজের পোশাক ভাবনা নিয়ে শাকিলা জানান, ‘আমি কী পরব, সেটা পরে আমি সবার সামনে কমফোর্ট কিনা; সেটা ভেবেই পোশাক বাছাই করি। একটা বিষয় সবসময় চিন্তা করি, আমার পরিবার আছে। তারা আমার কাজগুলো দেখে। তাই আমি এমন কোনো পোশাক পরব না, যেটা দেখে আমার ফ্যামিলি নার্ভাস হয়ে যায়। আমি আগে পরিবারের চিন্তা করি, তারপর কাজ করি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |