ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদে নতুন গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জুন ২০২৩ , ০৯:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ইতোমধ্যে বেশ কয়েকটি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে এই অভিনেতার। আসন্ন ঈদে তিনটি নতুন গান নিয়ে আসছেন তিনি।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহায় নাটক-টেলিছবির পাশাপাশি গানও উপহার দিচ্ছেন ফজলুর রহমান বাবু। ইতোমধ্যে গান তিনটির কাজও শেষ হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতা অভিনেতা বলেন, আসলে ভালোবেসে মনের আনন্দে গান করি আমি। অভিনয়ের মতো আমার গানও সবাই পছন্দ করে, এটা জেনে ভীষণ আনন্দ পাই আমি। এবার ঈদের জন্য রাজ কামালের একটি ও রণকের দুটি মোট তিনটি গান করেছি। এগুলো তাদের ইউটিউবে প্রকাশ হবে। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।

বিজ্ঞাপন

টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক প্রশংসা অর্জন করছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন নন্দিত এই অভিনেতা।

উল্লেখ্য, চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত ‘মনপুরা' সিনেমায় দুইটি গান গেয়ে ব্যাপক প্রশংসা কুড়ান ফজলুর রহমান বাবু। মূলত এর পরেই সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনেতার প্রথম একক অ্যালবাম ‘ইন্দুবালা'। ২০০৯ সালে প্রকাশিত হয় এটি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |