ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ জুন ২০২৩ , ১০:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত জীবনে দুজনের মধ্যে টানাপোড়েন থাকলেও এবার একই মঞ্চে দেখা যাবে এই দুই নায়িকাকে। আসন্ন ঈদে একটি অনুষ্ঠানে অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী।       

বিজ্ঞাপন

প্রতিবারের মতো এই ঈদেও বিটিভিতে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটির এবারের থিম ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’। এবারের আয়োজনে থাকছে নাচ, গান, আড্ডা, নাটিকা ইত্যাদি। আর এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।

এবার ঈদের এই আয়োজনে ‘আমার নাম মিস বুবলী’ এবং ‘মেঘের নৌকা তুমি’ গানে নাচতে দেখা যাবে বুবলীকে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।  

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও থাকছে আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’। এই আড্ডায় দেখা যাবে এ প্রজন্মের নায়ক ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতনকে।   

এ ছাড়া কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত, ব্যান্ড ওয়ারফেজের নতুন গান ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ এবং ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় মডার্ন মিউজিক্যাল ড্যান্স।

প্রসঙ্গত, ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে বর্ণিল আয়োজনে সাজানো ‘আনন্দ মেলা’।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |