অভিনেতা ও নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তুলেছেন ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাত। তার এমন কাণ্ডে দোদুলের কাছে লজ্জিত স্ত্রী রাশেদা আক্তার লাজুক।
তিনি আরটিভি নিউজকে জানান, ‘সাজ্জাদ হোসেন দোদুল এ ঘটনার সঙ্গে জড়িত নয়। যে কারণে জেবার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই নাটকের প্রডিউসার আমি, নির্মাতা আমি, রাইটার আমি, অভিযুক্তকারীও আমি। সে (জেবা) দোদুলের নামটা ব্যবহার করেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আমাদের দুজনের দীর্ঘ ক্যারিয়ারে কেউ দোদুলের দিকে আঙুল তুলতে পারেনি। অথচ সেদিনের একটা মেয়ে (জেবা) যার কোনো আইডেন্টিটি নাই সে দোদুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ কারণে আমি দোদুলের কাছে ভীষণভাবে লজ্জিত।’
লাজুক আরও জানান, ‘আমি যখন ওর (জেবা) নামে সমিতিতে বিচার দিলাম। সমিতি যখন তাকে ডাকল, তখনও সে বলতে পারত আমার স্বামী তাকে কুপ্রস্তাব দিয়েছে। তখন তো সে কোনো কথা বলেনি। তাকে তিনবার ডাকা হয়েছে, সে আসেনি। তখনও আমার স্বামীর নামে বিচার দিতে পারত। এখন যখন ওর শাস্তি হলো, তখন কেন এসব বলছে? এটা একদম ক্লিয়ার যে, মেয়েটা (জেবা) একটা রসালো গল্প বানানোর চেষ্টা করছে।’
জেবার উদ্দেশে নির্মাতা বলেন, ‘দোদুল যখন তোমাকে কুপ্রস্তাব দিয়েছে, তুমি আমার কাছে বিচার দিতে। দেখতে আমি বিচার করি কিনা। তখন কেন আমাকে কিছু জানাওনি?’
লাজুকের ভাষ্য, ‘আমি ভুল করে এমন একটা মেয়েকে (জেবা) ইন্ডাস্ট্রিতে এনেছি। এজন্য আমি অনুতপ্ত। আগে আমি নতুনদের কাস্ট করতাম, এখন থেকে আর করব না। আমার শিক্ষা হয়ে গেছে।’