এবার ঈদুল আজহায় ওয়েব সিরিজ ‘মারকিউলিস’ নিয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিরিজে জয়িতা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। রহস্য, অবিশ্বাস ও রোমাঞ্চের গল্পে তৈরি তারকাবহুল এই সিরিজের ট্রেলার, গান মুক্তির পর বেশ আলোচিত হয়েছে।
গেল বছরের সেপ্টেম্বর থেকে নাটক থেকে দূরে ছিলেন সাবিলা। এর কারণ হিসেবে তিনি বলেন, গেল বছরের অক্টোবর থেকে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। একের পর এক মহড়াতে অংশ নিতে হয়েছে। ১১ বার বদল হয়েছে চিত্রনাট্য! শেষ পর্যন্ত চরিত্রটি তাঁকে ভয়ানক এক ‘জার্নি’র মুখোমুখি করেছে। সাবিলার ভাষ্যে, চরিত্রটি অনেক কঠিন ছিল। এ ধরনের চরিত্রে আগে কখনোই অভিনয় করিনি।
সিরিজটি দিয়ে প্রথমবার ওটিটিতে নাম লেখাচ্ছেন সাবিলা। কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, আমাদের টিমটি ছিল অনেক বড়। সেখানে ধরে ধরে কাজ করতে হয়েছে। এমনও হয়েছে, শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। তবু কোনো ছাড় দিয়ে কাজ করিনি। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। সহশিল্পী, পরিচালকসহ সবাই কাজটি নিয়ে সিরিয়াস ছিলেন।
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সিরিজটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন। একজনের সঙ্গে জাস্টিস করতে গিয়ে আমি তোমার সঙ্গে ইনজাস্টিস করে ফেলেছি’— এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় 'মারকিউলিস'র ট্রেলার। বাড়তি চমক হিসেবে আছেন মনপুরা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। দুই মিনিটের ট্রেলার দেখে বোঝা যায়, একজনের হাতে খুন হয়েছে জয়িতার প্রেমিক। হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে গোলকধাঁধায় আটকে যায় জয়িতা। সে গোলকধাঁধা থেকে বের হয়ে রহস্য সমাধানের গল্প নিয়ে আসছে সিরিজটি।
দর্শক এর আগে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে। এখন দেখার অপেক্ষা দর্শক কিভাবে গ্রহণ করেন মারকিউলিসকে।
সাবিলা ছাড়াও তারকাবহুল এই সিরিজটিতে আরও অভিনয় করেছেন গিয়াসউদ্দিন সেলিম, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের প্রমুখ। ‘জালালের গল্প’, ‘আড়াই মণ স্বপ্ন’সহ আগের প্রায় সব কাজেই আবু শাহেদ ইমন সামাজিক গল্প বললেও এবারই প্রথম রহস্য, রোমাঞ্চধর্মী গল্প বেছে নিয়েছেন।