ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জার্মান প্রেমিককে বিয়ে করলেন বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৯:২২ পিএম


loading/img

বাগদান সেরেছিলেন ২০২১ সালে। এতদিন বাদে চার্চে গিয়ে জার্মান প্রেমিককে বললেন, আই ডু। ঠোঁটে ভালোবাসার চুম্বন দিয়ে সুখ-দুঃখে পাশাপাশি থাকার অঙ্গীকার করলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ও তার প্রেমিক মাইকেল ব্লম-পাপে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের হলদিয়ার মেয়ে সৃজিতার হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে গার্গী তুষার বাজাজের চরিত্রে অভিনয় করে নজরে আসেন তিনি। তারপর ‘কারাম আপনা আপনা’, ‘তশন’, ‘অনু কি হো গ্যায়ি ওয়াহ ভাই ওয়াহ’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘উত্তরণ’, ‘নজর’-এর মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা।

বিগ বসের ১৬তম আসরের প্রতিযোগী ছিলেন সৃজিতা। শোয়ের ১৩তম দিনে তিনি বাদ হয়ে যান। কিন্তু পরে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রিয়্যালিটি শোয়ে আসেন। এরপর আর সেভাবে সিরিয়ালের জগতে তাকে দেখা যায়নি। রোববার (২ জুলাই) বিয়ের ছবি আপলোড করেন বাঙালি অভিনেত্রী।

বিজ্ঞাপন

বহুদিন ধরেই মাইকেলের সঙ্গে রয়েছেন সৃজিতা। দুজনে একসঙ্গে নানা ভিডিও পোস্ট করেন। বিগ বসের ঘরেও সৃজিতার সঙ্গে দেখা করেছিলেন মাইকেল। প্রেমিককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |