ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নির্মাতা রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অভিনেতা রাহুলের!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জুলাই ২০২৩ , ০৫:৩৩ পিএম


loading/img

কলকাতার প্রথম সারির নির্মাতা রাজ চক্রবর্তীর আসন্ন সিনেমা ‘আবার প্রলয়’র ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি।    

বিজ্ঞাপন

সিনেমার ট্রেলারটি প্রকাশের পরই রাজকে খোঁচা দিয়ে অভিনেতা লেখেন- যে একদা কপি করিত, সে আজও কপি করে। শুধু তামিল ছেড়ে ‘সিক্রেড গেমস’র পঙ্কজ ত্রিপাঠির লুক কপি করেছে, এটাই যা।

রাজের ব্লকবাস্টার হিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’র মাধ্যমে টলিউডে পা রাখেন রাহুল। সেই নির্মাতাকে নিয়েই এমন আক্রমণাত্মক মন্তব্য করে ব্যাপক সমালোচনার শিকার হলেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে গণমাধ্যমে রাহুল বলেন, আমি ইঙ্গিত করিনি, আমি রাজকে উদ্দে্যি করেই বলেছি। লোকে বলছে আমি যার সঙ্গে শুরু করেছি তাকে নিয়ে এসব কেন বললাম! সবার প্রথম কথা, যদি শুরু করেও থাকি, তাহলেও যেটা কপি সেটা তো কপিই।

এরপরই রাজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলে অভিনেতা আরও বলেন, ২০০৮ সালের আগস্টে আমাদের সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তি পায়। ২০০৯ সালের জানুয়ারিতে বাংলার সর্বাধিক প্রচারিত গণমাধ্যমে রাজ সাক্ষাৎকার দিয়ে বলেন, রাহুল একজন অসৎ ছেলে। আমি ভবিষ্যতে ওকে কোনো কাজ তো দেবই না। আমি চাইব না ওকে নিয়ে কেউ কাজ করুক, এটা উনি বলেন। আমার বাবা তখন বেঁচে ছিলেন। উনি এটা শোনার পর ভীষণ আঘাত পান। ওই সংবাদপত্র সবার বাড়িতে যায়, সবার সামনে উনি আমাকে অসৎ বলে দিলেন!

রাহুল বলেন, সেই ঘটনার পর ১৫ বছর আমি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি। আর যাই হোক আমাকে অন্য কেউ অসৎ বলেনি। অনেক নির্মাতা আমাকে বহুবার কাস্ট করেছেন। আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজের চেষ্টায়। ১৫ বছর ধরে কেউ ঘি খেতে পারে না। এখন আর চিরদিনের হাওয়ায় রাহুল ভেসে বেড়াচ্ছে না। 

বিজ্ঞাপন

রাজের সেই সাক্ষাৎকারের পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলেও জানান রাহুল। সেই সময়ে নবাগত অভিনেতা ছিলেন। অবসাদে খারাপ কিছুও করে ফেলতে পারতেন জানিয়ে তিনি বলেন, সেই সময় আমার যা ডিপ্রেশন হয়েছিল, যদি আমার বাবা-মা পাশে না থাকতো, প্রিয়াঙ্কা পাশে না থাকতো তাহলে এই শহরে একটা সুশান্ত সিং রাজপুত হতে পারতো।

ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কেন কখনও রাজের সঙ্গে কথা বলেননি রাহুল? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ যা বলেছেন সেটা তো ৮ কোটি মানুষ পড়েছে, তাই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেও সেটা আর বদলে যাবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |