• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পর্দায় ফিরছেন নায়ক কাজী মারুফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৩, ১৭:১২
পর্দায় ফিরছেন নায়ক কাজী মারুফ

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। তার বাবা প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।

তবে বর্তমানে কোনো এক অজানা কারণে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। সেখানে ব্যবসা করছেন। এর মাঝেই সিনেমা নির্মাণের পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন মারুফ।

আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ বলেন, আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মারুফ। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘সর্বনাশা ইয়াবা’,‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’,‘গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘রাস্তার ছেলে’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান’, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’, ‘ওয়ান্টেড’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (২০ নভেম্বর) যা দেখবেন
২০ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে 
রাবিতে নবান্ন উৎসব পালিত
১৮ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে