ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজেকে সিঙ্গেল বললেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০৯:৪৯ এএম


loading/img

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এ অভিনেত্রীকে। অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি চিত্রনায়ক নিরবের সঙ্গে নতুন সিনেমায় জুটি বেঁধেছেন তিনি। সিনেমার নাম ‘সুস্বাগতম’। এটি নির্মাণ করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে চলছে এর শুটিং।

‘সুস্বাগতম’ নিয়ে স্পর্শিয়া বলেন, নিরবের সঙ্গে আবারও কাজ করেছি, ভালোই হয়েছে। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই নতুন কাজে আমাদের বোঝাপড়াটাও সহজ হয়েছে।

 

বিজ্ঞাপন

জানা গেছে, ‘সুস্বাগতম’ সিনেমার গল্প প্রেমের হলেও একজন মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় এটি। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। এতে দুই সময়ের দুটি চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন।

নিজের চরিত্র নিয়ে স্পর্শিয়া বলেন, ২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতি চরিত্রে আমাকে দেখা যাবে। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।

পর্দায় প্রেম করতে দেখা গেলেও বাস্তব জীবনে বর্তমানে ‘সিঙ্গেল’ স্পর্শিয়া। অভিনয় ও চাকরি নিয়েই ব্যস্ত সময় পার হচ্ছে তার। অভিনেত্রী জানালেন, একটি ‘ক্রিয়েটিভ কোম্পানি’তে ক্রিয়েটিভ হেড ও প্রোডিউসার হিসেবে কাজ করছেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর দুই বছর পরেই বিচ্ছেদ হয়ে এই জুটির।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |