ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অন্তর্জালে সাড়া ফেলেছে ভৌতিক কার্দাশিয়ান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ জুলাই ২০২৩ , ০৭:২৪ পিএম


loading/img
কিম কার্দাশিয়ান

ডেলিকেটের নতুন সিজনের প্রথম টিজারে ভুতুড়ে এবং গ্ল্যামারাস ভূমিকায় নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী কিম কার্দাশিয়ান।

বিজ্ঞাপন

প্রথম টিজারে কারদাশিয়ানকে লম্বা সাদা চুল এবং একটি কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। তিনি একটি শিশুকে তার বাহুতে ধরে রেখেছেন। ৪২ সেকেন্ডের ক্লিপটিতে এমা রবার্টস এবং কারা ডেলিভিংনে তার সহশিল্পীদের এক ঝলক দেখানো হয়েছে। আর ইতোমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

এই সিজনে মাইকেলা জায়ে রদ্রিগেজও অভিনয় করেছেন এবং জ্যাচারি কুইন্টোর একটি ক্যামিও রয়েছে। রায়ান মারফি নির্মিত সিরিজটির এবারের সিজন ড্যানিয়েল ভ্যালেন্টাইনের আসন্ন উপন্যাস ডেলিকেট কন্ডিশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই বছরের এপ্রিলে রায়ান মারফির হরর অ্যান্থলজি সিরিজের ১২তম সিজনে যুক্ত করা হয়েছে কিমের নাম। এরপর থেকেই কিম ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। প্রিয় সিরিজে প্রিয় তারকার উপস্থিতি বেশ উন্মাদনা তৈরি করেছে অনুরাগীদের মাঝে।

এর আগে রায়ান মারফি হলিউড রিপোর্টারকে ‘আমেরিকান হরর স্টোরি’র ১২তম সিজনে কার্দাশিয়ানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন। জানান, তিনি এবং রবার্টস এই প্রকল্পে কিমকে সহযোগিতা করতে প্রস্তুত। তার মতে, কিম বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন তারকাদের মধ্যে একজন । তাই তাকে এই পরিবারে স্বাগত জানাতে পেরে সকলে রোমাঞ্চিত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |