• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

প্রকাশ্যে মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৩, ১০:৩১
প্রকাশ্যে মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য (ভিডিও)
প্রকাশ্যে মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য (ভিডিও)

তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তার নির্মাণ মানেই যেন রহস্য আর ভয়ংকর সব ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এর আগে পর্দায় কেউ এভাবে ধারাবাহিক থ্রিলার ফুটিয়ে তুলতে পারেনি। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ। এবার প্রকাশ্যে এসেছে মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য।

রবিবার (২৩ জুলাই) অন্তর্জালে প্রকাশ পেয়েছে এক রহস্যময় ট্রেলার। ভিকির এবারের গল্পের নাম ‘আমি কী তুমি?’। গেল ১৪ জুলাই প্রকাশ পেয়েছিল সিরিজটির পোস্টার। মূলত তখন থেকেই নেটিজেনদের মনে দানাবাঁধে এক রহস্যের জাল।

যা আরও ঘনীভূত হলো ৩ মিনিটের শ্বাসরুদ্ধকর এই ট্রেলারের মাধ্যমে। ভিকির এই সিরিজের অন্যতম চরিত্র মেহজাবীন চৌধুরী।

ট্রেলার থেকে ভিকির এবারের গল্পে জাগতিক আর অলৌকিক জটিলতার নতুন সমীকরণ খোঁজার চেষ্টা করেছেন নেটিজেনরা। অনেকেই ট্রেলারটি দেখে বলেছেন, হাতের মোবাইলের গ্যারান্টি আছে কিন্তু আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই। আর এটি প্রমাণের জন্যই নির্মাতা চিত্রনাট্যে তুলে এনেছেন পতিতালয় থেকে সৌরজগতের এলিয়ন রহস্য।

এ প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞানসহ অনেক কিছুরই স্বাদ পাবেন দর্শকরা। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিলার তো থাকছেই।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য সাত পর্বে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর আগে ভিকির নির্মাণে আলোচিত ‘দ্য সাইলেন্স’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই মুক্তি পাবে ওয়েব সিরিজটি। মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, মৌ, ইন্তেখাব দিনার প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’ নিয়ে ‘চক্র’ ভাসছে প্রশংসায়
এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, আজ রাতেই পর্দায় আসছে সেই ‘অভিশপ্ত’ গল্প
ময়মনসিংহে এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’র সেই গল্প এবার পর্দায় আসছে
মৃত্যুর আগে ফেসবুকে যে বার্তা দিয়েছিলেন ‘পুনর্জন্ম’ এর প্রযোজক রুহান