ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রেমে নেই তবুও বন্ধু কার্তিক-সারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ১১:৪৩ পিএম


loading/img
কার্তিক আরিয়ান ও সারা খান

বলিউডের তরুণ  প্রজন্মের অন্যতম জনপ্রিয় জুটি সারা আলি খান ও কার্তিক আরিয়ান। অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন তারা। শুধু পেশাগত জীবনই নয়, স্যোশাল মিডিয়ায় এই দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের কমতি নেই ভক্তদের। একটা সময় চুটিয়ে প্রেম করেছেন দু’জনে।

বিজ্ঞাপন

যার শুরুটা হয়েছিল, ‘কফি উইথ করণ’ টকশোতে এসে কার্তিকের প্রতি সারা যখন তার ভালোলাগার কথা জনসমক্ষেই স্বীকার করেছিলেন! এরপর পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’-এ জুটি বেঁধে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সারা ও কার্তিক। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বক্সঅফিসে এই ছবির ব্যর্থতার সাথে সাথে দুজনে প্রেমেও ইতি টানেন।

তবে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও সারা-কার্তিকের বন্ধুত্বের কোনো প্রভাব পড়েনি। সম্প্রতি যার প্রমাণ মিললো আরও একবার। গেল ১২ আগস্ট ছিল সারা আলি খানের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায়  উপচে পড়ছিল শুভেচ্ছা। এই শুভাকাঙ্ক্ষীদের ভীড়ে শামিল হয়েছিলেন কার্তিকও। সাবেক প্রেমিকাকে শুভেচ্ছাবার্তা জানান কার্তিক। শুভেচ্ছা জানানোর জন্য সারা ও তার একটি মিষ্টি ছবিও শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

একে অপরের হাত ধরে হাসিমুখে বসে রয়েছেন দুজনে। এমন একটি ছবি পোস্ট করে সারাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কার্তিক। অন্যদিকে, কার্তিকের শুভেচ্ছাবার্তা পেয়ে দারুণ খুশি নবাব কন্যা সারা।  নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি রিপোস্ট করে কার্তিককে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |