ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

অবশেষে জানা গেল ম্যাডোনার ‘সেলিব্রেশন ট্যুরে’র দিনক্ষণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ আগস্ট ২০২৩ , ০৮:৩৬ পিএম


loading/img

মার্কিন পপস্টার ম্যাডোনা আগেই জানিয়েছিলেন, স্থগিত হয়ে যাওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ মোটেও বাতিল করবেন না তিনি। এবার বহুল প্রতিক্ষীত ট্যুর কবে শুরু হবে সেটাই জানালেন পপ সঙ্গীতের এই মহাতারকা।   

বিজ্ঞাপন

আসছে ১৪ অক্টোবর লন্ডনে একটি কনসার্টের মাধ্যমে শুরু হবে ম্যাডোনার স্থগিত হওয়া ‘সেলিব্রেশন ট্যুর’। ৮৪ দিনের ট্যুরটি শুরু হওয়ার কথা ছিল গেল ১৫ জুলাই, কানাডাতে; যা শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের ৩০ জানুয়ারি মেক্সিকোতে। 

কিন্তু গেল ২৯ জুন মারাত্মক ব্যাক্টেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হোন ম্যাডোনা। এর কয়েকদিন বাদে ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি জানান, আপাতত ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত রাখা হচ্ছে। 

বিজ্ঞাপন

তবে ১১ জুলাই সুস্থ হয়ে ভক্তদের সুখবর দেন ম্যাডোনা। তিনি জানান, শিগগিরই মঞ্চে ফিরবেন তিনি এবং অক্টোবরে ‘ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করবেন।

সূত্রের প্রতিবেদনে অনুযায়ী, ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন ম্যাডোনা। যার মধ্যে ডিসেম্বরে লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন। 

শুরুর দিন তারিখ ঘোষণা করলেও পরে কবে কোথায় কোন কনসার্ট হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানাননি আয়োজকরা।

বিজ্ঞাপন

‘সেলিব্রেশন ট্যুরে’ ১৯৮৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের ‘ম্যাডোনা এক্স’ অ্যালবামের সুপারহিট সব গানই গাওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাডোনার। 

সর্বশেষ ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গেয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্স-এর শোতে। কিন্তু হাঁটু ও কোমরের ইনজুরির কারণে সেই সময়ও বেশ কয়েকটি শো বাতিল করতে হয়।

সূত্র : বিবিসি 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |