ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ফেক আইডিতে পোস্ট নিয়ে যা বললেন মারজুক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ , ০৩:৪৯ পিএম


loading/img

জনপ্রিয় অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্টটি অনেক দিন ধরেই নিষ্ক্রিয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে একাধিক অ্যাকাউন্ট ও পেজ রয়েছে। এসব পেজ ও অ্যাকাউন্টে তাকে অনুসরণও করেন লাখ লাখ অনুসারী।

বিজ্ঞাপন

অনুসারীরা স্বাভাবিকভাবেই মনে করে এটা মারজুক রাসেলেরই পোস্ট। তবে এসব পেজ ও প্রোফাইল কোনোটাই তার না বলে জানিয়েছেন রাসেল।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব পেজ ও প্রোফাইল পোস্টের লেখাগুলো আমার না। এমনকি ফেসবুকে নিজের নামে কোনো পেজ বা অ্যাকাউন্ট আপাতত নেই। 

বিজ্ঞাপন

মারজুক রাসেল আরও বলেন, যারা আমাকে দীর্ঘদিন ফলো করে, যারা আমাকে চেনে, যারা আমার লেখা পড়ে, তারা জানে সেসব আমার নয়। হ্যাঁ, অনেকেই বিভ্রান্ত হচ্ছে এটাও আমি জানি। তাদের বলব বিভ্রান্ত হবেন না।

আমার নামে এসব ফেক প্রোফাইল বা পেজ, ফ্যান পেজ খুলে কারা চালাচ্ছে আমি জানি না। তবে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে রেখেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |