ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ক্যারিবিয়ান দ্বীপে মেহজাবীন, সঙ্গী কে? 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ১০:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টেলিভিশন নাটকের এই প্রজন্মের অন্যতম শীর্ষ অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। তুমুল দর্শকপ্রিয়তা নিয়ে শোবিজে কাজ করছেন এক যুগ ধরে। সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে ফের আলোচনায় আসেন মেহজাবীন। 

বিজ্ঞাপন

কক্সবাজারে আদনান আল রাজীবের সঙ্গে একত্রে দেখা যায় মেহজাবীনকে। এ নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে এ বিষয়ে মাথা ঘামাননি মেহজাবীন।

তার কিছুদিন পর মেহজাবীনকে ফের দেখা গেল সাগরের কোলঘেঁষে। যেখানে একাধিক ছবিতে প্রাণচঞ্চল মেহজাবীনকে দেখা যাচ্ছে। সুইমিং পুলে নেমে মুখ বাড়িয়ে দিয়েছেন সূর্যের দিকে। তার সামনে অবারিত সমুদ্র।

বিজ্ঞাপন

কয়েক দিন আগেই কক্সবাজার সমুদ্রে সময় কাটিয়েছেন। এবার মেহজাবীন লোকেশন চিহ্নিত করে জানাচ্ছেন, ক্যারিয়াবিয়ান অঞ্চলের বাহামা দ্বীপপুঞ্জে রয়েছেন তিনি।

সেখানকার একটি জাহাজের সুইমিং পুলে ছবি তুলে পোস্ট করে লিখেছেন, ‘শিগগিরই বা পরে, যখনই ডেকেছি সাড়া পেয়েছি। তাই আমি তাড়াহুড়োয় বিশ্বাস করি না, সঠিক সময় আমাকে খুঁজে বের করবে।’

বিজ্ঞাপন

এ নিয়ে নেটিজেনদের অনেকের প্রশ্ন—ক্যারিবিয়ান দ্বীপে মেহজাবীনের সঙ্গী কে? বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

এর আগের দিন আরেকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন মেহজাবীন। সেখানে লোকেশন চিহ্নিত না করলেও আদনান আল রাজীবের একটি মন্তব্য ছিল। রাজীব লেখেন, ‘কোথায় তুই?’ মেহজাবীন সাড়া দেন, ‘চলে আসো।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |