ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নিষেধাজ্ঞার বিষয়ে ফেসবুক লাইভে যা বললেন চমক (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ , ১১:৫৩ পিএম


loading/img

শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিষিদ্ধ করা হয়েছে। তবে খবরটি অস্বীকার করে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, এটা সম্পূর্ণই ভুল একটি তথ্য। আর এই ভুল তথ্যের কারণে পারিবারিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন চমক।     

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) নিজের ফেসবুকে লাইভে আসেন চমক। এ সময় তিনি বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, অভিনয় শিল্পী সংঘ, আমাদের প্রডিউসার এসোসিয়েশন টেলিপ্যাব, আমার কাছের ভাই-ব্রাদার এবং পরিচালকবৃন্দ যারা এই সময়টাতে আমার পাশে আছেন। আজকে সারাদিন আমি ফেসবুকের হোম পেজে একটি নিউজ দেখছিলাম যে, রুকাইয়া জাহান চমককে অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই তথ্যটি আসলে কতটুকু সত্য সেটা নিয়েই কথা বলব আমি।   

অভিনেত্রী বলেন, আর এটা নিয়ে কথা বলার মূল কারণটা হলো, একটা ভুল তথ্যর জন্য পারিবারিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে আমাকে। মূলত পরিবারের সেই দায়বদ্ধতা থেকে এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে।  

বিজ্ঞাপন

তিনি বলেন, ৪ আগস্টের যে ঘটনাটি শুটিং স্পটে ঘটেছিল, সেটা নিয়ে আমাদের সিনিয়ররা, প্রডিউসার এসোসিয়েশন এবং এক্তর সিকিউরিটি খুব সুন্দর করে একটা সমাধান করে দিয়েছিলেন এবং আমরা সবাই সেটা মেনেও নিয়েছিলাম। যখন সবাই এই সিদ্ধান্তটা মেনে নিয়ে কাজ শুরু করল, ঠিক তখনই সব সংগঠনের একটি সিদ্ধান্তকে একদম উপেক্ষা করে হুট করে প্রেস কনফারেন্স ডাকা এবং আত্মসংগঠন বিশৃঙ্খলা তৈরি করা এটা আসলে মোটেও কাম্য নয়।    

চমক আরও বলেন, আমি একজন অভিনয়শিল্পী। আমার পরিবার আছে। আমার পরিবার এই ধরনের ভুল তথ্যটির জন্য সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হলো। কারণ ইতোমধ্যে আমারা সিদ্ধান্তটা জানি এবং এটাই বহাল থাকবে। এখানে হঠাৎ করে কাউকে না জানিয়ে প্রেস কনফারেন্স করল। আজকেও আমি ২০-৩০ জনের সঙ্গে কথা বলেছি। যারা সংগঠনগুলোর মেম্বার। তারা বলছেন, তারা চমককে নিষিদ্ধের বিষয়টা নিয়ে একমত না। তারা আমার সঙ্গে কাজ করতে আগ্রহী। কারও অনুমতি না নিয়ে হঠাৎ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রেস কনফারেন্স করা হয়। এটা আসলেই খুব দুঃখজনক একটা বিষয়। এতো খারাপ দিকের মধ্যে ভালো দিক এটা, আমার ইন্ডাস্ট্রির যে পরিবার, তারা আমার পক্ষেই আছেন।  

চমক বলেন, সবাই এটাই বলছেন, যখন সমস্যার সমাধান হয়েছে, চমক শুটিং স্পটের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আদেশ-উপদেশ, শাস্তি সবকিছু মেনে নিচ্ছে। তারপরেও এটাকে যখন কেউ বাড়ানোর চেষ্টা করে, তখন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রশ থেকে করা হয়েছে। এটা একদমই ঠিক না।

বিজ্ঞাপন

এবং আমি আমার ভক্ত, পরিবারের মানুষ, আত্মীয়স্বজন সবাইকে এতোটুকুই বলব- আমি আগেও ভালো ভালো কাজ করার চেষ্টা করেছি, এখনও করবো। আপনাদের দোয়া আমি সব সময় চাই। আপনাদের উৎসাহই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।  

সবশেষে অভিনেত্রী বলেন, একটা কথাই বলতে চাই, নিষিদ্ধ করার এই ব্যাপারটা সাংগঠনিকভাবে সবার সিদ্ধান্ত নিয়ে এটা করা হয়নি। আমি ‘ডিরেক্টরস গিল্ড’র  সদস্য নই, আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য। আমি যে সংগঠনের সদস্যই না, তারা তো আমাকে নিষিদ্ধ করতে পারে না। অভিনয় শিল্পী যেখানে আমার পাশে রয়েছেন, আমাকে কাজ করে যেতে বলেছেন। সেখানে নিষিদ্ধ করার তো প্রশ্নই আসে না। তাই সবার কাছে অনুরোধ থাকবে এই অপ্রচারটা করবেন না।      
   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |