ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মায়ের সঙ্গে শুটিংয়ে যাচ্ছে পদ্ম (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ১০:৫২ এএম


loading/img

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির সব কিছু এখন ছেলে পদ্মকে ঘিরে। এক মুহূর্তও যেন ছেলেকে চোখের আড়াল করেন না তিনি। প্রায় সব জায়গাতেই নিজের সঙ্গেই রাখেন পদ্মকে। যেখানেই যান না কেন, ছেলেকে সঙ্গেই নিয়েই যান এই নায়িকা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই ছেলের খুনসুটিগুলো শেয়ার করেন ভক্তদের সঙ্গে। আর নেটিজেনরাও অপেক্ষায় থাকেন পদ্মর নতুন নতুন ছবি আর ভিডিও দেখার জন্য। পরীমণির পাশাপাশি ছোট্ট পদ্মও যেন তারকা বনে গেছে। এবার ছেলেকে শুটিংয়ে নিয়ে যাচ্ছেন এই নায়িকা।          

বুধবার (৩০ আগস্ট) নিজের ফেসবুকে পদ্মকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, সে মায়ের সঙ্গে শুটিং এ যাচ্ছে! 

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে মায়ের সঙ্গে শুটিং সেটে যাচ্ছে পদ্ম। আর সেই মুহূর্তটি ক্যামেরায় নিজেই ধারণ করেছেন পরীমণি। 

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রায় ৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে নায়িকার কমেন্টবক্সে। 

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পদ্ম।       
 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |