ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সোহানুর রহমানের মৃত্যুতে যা বললেন মৌসুমী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:৩৪ পিএম


loading/img

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান।

বিজ্ঞাপন

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারসহ চলচ্চিত্র অঙ্গনের সবাই।

বিজ্ঞাপন

নির্মাতার মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে ওঠেন চিত্রনায়িকা মৌসুমী। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ, সোহানুর রহমানের হাত ধরেই চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল তার।

এদিন কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মৌসুমী বলেন, গতকাল (১২ সেপ্টেম্বর) ভাবি চলে গেলেন। আজ শুনি আমাদের সোহান ভাইও নেই।

বিজ্ঞাপন

সোহানুর রহমান সোহান ও মৌসুমী

বিজ্ঞাপন

এরপরই আর কথা বলতে পারছিলেন না মৌসুমী। ফোনটি তুলে দেন স্বামী ওমর সানীর হাতে। ফোনের ওপাশ থেকে তিনি সোহানুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করতে বলেন সবাইকে।

১৯৯৩ সালের ২৫ মার্চ দেশজুড়ে মুক্তি পায় সোহানুর রহমানের নির্মিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে পা রাখেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ ও মৌসুমী। মুক্তির পরই সিনেমাপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়ায় সোহানুর রহমানের এই সিনেমাটি। পাশাপাশি প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন সালমান শাহ-মৌসুমী জুটি।

ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমা নির্মাণ করেছিলেন সোহানুর রহমান। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বিদ্রোহী কন্যা’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘সত্যের বিজয়’, ‘স্বামী ছিনতাই’, ‘কথা দাও সাথী হবে’, ‘কোটি টাকার প্রেম’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’সহ প্রভৃতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |