ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

শিক্ষক হলেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩২ পিএম


loading/img
বৃন্দাবন দাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। পড়াবেন নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি। বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন বৃন্দাবন দাস। সেখানে ক্লাসও নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির বিভাগীয় প্রধান ড. মো. কামালউদ্দিন এবং বৃন্দাবন দাস নিজে।

বিজ্ঞাপন

নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে বৃন্দাবন বলেন, ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।

অন্যদিকে, স্বামীর এই অর্জনে অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লম্বা একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বৃন্দাবন দাসকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে আসার পরপরই বৃন্দাবন দাসকে শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা গেছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বৃন্দাবন দাসকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |