জুবানিয়া তেরি ঝুটি ভি সাচ লাগে, জুবানিয়া তেরি ঝুটি ভি কুচ লাগে, গানের এমন কথাতেই যেন বিশ্বজুড়ে শ্রোতা-দর্শকদের হৃদয়ে ঝড় তোলেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ঢাকার মঞ্চ মাতালেন এই গায়ক। আর ঢাকায় এসে বাংলাদেশি শ্রোতা-দর্শকদের মুখে ‘জুবানিয়া তেরি ঝুটি ভি সাচ লাগে’ গানটির সঠিক লিরিক্স শুনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শন রাওয়াল।
এদিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) চার নম্বর হলে এই গায়ককে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করেন কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
মূলত ভারতের বেশির ভাগ কনসার্টে শ্রোতা-দর্শকরা দর্শন রাওয়ালের সঙ্গে ‘আপনা বানালে পিয়া’ গানটির ‘জুবানিয়া তেরি ঝুটি ভি সাচ লাগে’ এই লাইনটি গাওয়ার সময় গুলিয়ে ফেলেন। অধিকাংশ সময়ই ওই লাইনটির পরিবর্তে ‘সাবেরো কা মেরে তু সুরাজ লাগে’ লাইনটি বলে ফেলেন তারা।
তবে ঢাকার কনসার্টে গানটি গাওয়ার সময় দর্শন রাওয়ালের সঙ্গে সঠিক লাইনটি উচ্চারণ করেন বাংলাদেশি শ্রোতা-দর্শকরা। আর এতে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে ভারতীয় এই গায়ক বলে ওঠেন প্রথমবারের মতো শ্রোতা-দর্শকদের মুখে সঠিক লাইনটি শুনলেন তিনি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ভালোবাসা প্রকাশ করে বলেন, অনেক দিন ধরেই ঢাকা আসার জন্য উদগ্রীব ছিলাম, অবশেষে সেটি হলো। আমার অনেক ভক্ত আছে এদেশে, আগামীকাল গানের মাধ্যমে তাদের খুশি করব।
প্রসঙ্গত, ‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দর্শন রাওয়াল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার কণ্ঠে গাওয়া ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।