• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা মাতাতে আসছেন বলিউড র‌্যাপার বাদশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯
বাদশা
বাদশা

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বিষয়টি জানিয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো।

আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে পারফর্ম করতেই ঢাকায় আসছেন বাদশা।

জানা গেছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এদিন বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য বেশ পরিচিত তিনি। কালা চশমা, গারমি, পানি পানি, গেন্দা ফুলের মতো অনেক হিট গান বলিউডকে উপহার দিয়েছেন এই গায়ক।

২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ তার সংগীত জীবন শুরু করেন বাদশা। কিন্তু ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে যান তিনি।

পরে বাদশাহ তার স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় ব্যবহার করা হয় এই গানটি। এ ছাড়া ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন বাদশা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি
টেকনোনেক্সটে শতাধিক অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ
চাকরির সুযোগ দিচ্ছে অলিম্পিক
‘দ্য ক্যাপিটাল’ কনসার্টে মঞ্চ মাতাবে ১০ ব্যান্ড