ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভক্তকে চড় মারলেন রেখা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩৭ এএম


loading/img

বলিউডের ‘চিরসবুজ’ খ্যাত অভিনেত্রী রেখা। ৬৮ বছরেও যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। এবার এক ভক্তকে চড় মেরে নতুন করে চর্চায় এসেছেন এই অভিনেত্রী। এখনও এক ঝলক দেখতে পেলে তাকে ঘিরে ধরেন অনেকেই। যেকোনো অনুষ্ঠানে তার সঙ্গে ছবি তুলতে রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা।  

বিজ্ঞাপন

সম্প্রতি এক অনুষ্ঠানে বরাবরের মতোই আকর্ষণীয় লুকে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই এক ভক্তকে চড় মেরে বসেন লাস্যময়ী এই অভিনেত্রী। ইতোমধ্যে সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে রেখাকে দেখেই ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন পাপারাজ্জিরা। চিত্রগ্রাহকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেন অভিনেত্রীর এক ভক্ত। তার কাছাকাছি আসতেই ভক্তকে চড় মারেন তিনি! যদিও রাগের বশে সেই অনুরাগীকে চড় মারেননি রেখা। মূলত মজার ছলেই কাজটি করেছিলেন ‘চিরসবুজ’ খ্যাত এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এদিকে রেখার এমন কাণ্ডে মন্তব্যের ঝড় উঠেছে ভিডিওটির কমেন্টবক্সে। একজন লিখেছেন, গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না!   

মাস কয়েক আগেই নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন রেখা। বিটাউনে কানাঘুষা শোনা যায়, তার সঙ্গে নাকি একত্রে থেকেছেনও এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। এরপর থেকেই ‘সিঙ্গেল’ রেখা। কিন্তু এখনও তার সিঁথিতে সিঁদুর দেখা যায়। তবে কার জন্য সিঁথিতে সিঁদুর পরেন এই বিষয়ে কখনও মুখ খোলেননি তিনি। 

বিজ্ঞাপন

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |