ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাসপাতালে সামান্থা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ , ০৫:৪১ পিএম


loading/img
সামান্থা রুথ প্রভু

দীর্ঘদিন ধরেই মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাস কয়েক আগে শোনা যায়, সুস্থ হওয়ার জন্য অভিনয় থেকেও বিরতি নিয়েছেন তিনি। এ দিকে গুঞ্জন উঠেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন সামান্থা।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবিসহ পোস্ট দেন সামান্থা। ওই পোস্টগুলোর একটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কেউ। একটি হাত দেখা যাচ্ছে, তাতে স্যালাইন চলছে। পাশাপাশি ছবিতে ওষুধের বিভিন্ন কাজের বিবরণ দেওয়া হয়েছে।  

হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই নায়িকা। তবে পোস্টের ছবিতে যে হাত দেখা যাচ্ছে সেটা সামান্থারই হাত। 

বিজ্ঞাপন

এর আগে ভারতীয় গণমাধ্যমে একটি সূত্র জানান, অভিনয় থেকে এক বছরের জন্য বিরতি নেবেন সামান্থা রুথ প্রভু। আর এ কারণে নতুন কোনো তেলেগু বা বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। পাশাপাশি এই এক বছর সুস্থ হওয়ার জন্য ব্যয় করবেন তিনি।  

জানা গেছে, মায়োসাইটিস হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসাপদ্ধতিও জটিল ও কষ্টদায়ক।

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস এই রোগের সম্পর্কে জানিয়েছে, সাধারণত শরীরের যে সকল জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে মায়োসাইটিস নামের এই রোগটি হয়।

বিজ্ঞাপন

অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতরে কোনো জখম হলে সেখান থেকেও মায়োসাইটিস হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রোগটির কারণ জানা যায় না।    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |