মাত্র ২৬ বছর বয়সেই মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দি আরমাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার (১৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জানা গেছে, জরায়ু ক্যানসারের কারণে মারা গেছেন শেরিকা। গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। সম্প্রতি কোমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে আর সুস্থ হয়ে ঘরে ফেরা হলো না শেরিকার। পরপারে পাড়ি জমান তিনি।
শেরিকার এমন অকাল মৃত্যুতে উরুগুয়ের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস নিজের অনুভূতি প্রকাশ করে বলনে, আমি সারাজীবন তাকে মনে রাখব। তিনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সাহায্য করেছেন কেবল এ জন্য নয়, বরং আমি তার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য পেয়েছিলাম সেজন্য।
প্রসঙ্গত, ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০ সুন্দরীর মধ্যে ছিলেন না শেরিকা দি আরমাস। তবে ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে রেকর্ড গড়েছিলেন। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাদের একজন ছিলেন শেরিকা।