তারকাদের নিয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ। কিন্তু শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতের ম্যাচ শেষে অপ্রত্যাশিত একটি ঘটনায় জড়িয়ে পড়েন কয়েকজন।
রীতিমতো নির্মাতা দীপংকর দীপনের দলের সদস্যদের ওপর হামলার অভিযোগ আনেন নির্মাতা মোস্তফা কামাল রাজের টিমের কয়েক সদস্য। সেই মারামারির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা।
সেই দ্বন্দ্বের জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা স্থগিত করেন আয়োজক কমিটি। পাশাপাশি হামলাকারীদের নামে মামলাও করা হয়। এবার বন্ধ হওয়া সেই খেলা ১৭ দিন পরে আবারও শুরু হতে যাচ্ছে।
সোমবার (১৬ অক্টোবর) এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে আগামীকাল (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সদস্য অর্নিল রাব্বী জানায়, যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আপনারা এরই মধ্যে জেনেছেন খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রসঙ্গত, শেষ ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তাদের মারামারির।
সেই ম্যাচে মারামারি করা আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহত হয়েছিলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।