ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

যে কারণে এবারের জন্মদিন পালন করবেন না পরী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ , ০৭:২৩ পিএম


loading/img
পরীমণি

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী পরীমণি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে চলছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং।

বিজ্ঞাপন

তবে শুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে যান তিনি। এরপর সুস্থ হয়ে ফিরে যোগ দেন শুটিংয়ে। সেখানেই রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে নিজের চলমান ব্যস্ততা, আগামীর কাজ, সিনেমা ও নিজের জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন পরীমণি।

নিজের জন্মদিন নিয়ে তিনি বলেন, বেশ কদিন ধরেই আমি ও আমার নানা অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করি আমি। আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করব।

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। তখন তিনি জানিয়েছিলেন, কদিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। এরপরই হাসপাতালে ভর্তি হন পরী।

প্রসঙ্গত, বর্তমানে পরীর অভিনীত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |