ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ১০:৪৮ এএম


loading/img
তারেক মাহমুদ

মারা গেছেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিজ্ঞাপন

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তারেক মাহমুদের বেশ কয়েকজন সহকর্মীও তাকে নিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

রওনক হাসান বলেন, মগবাজারের একটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।

বিজ্ঞাপন

নেটমাধ্যমে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। 

অভিনেতা আরও লেখেন, চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।

জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |