ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বার বার একই গুঞ্জনে বিরক্ত শ্রীলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ অক্টোবর ২০২৩ , ০২:৫১ পিএম


loading/img
শ্রীলেখা মিত্র

পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কাজের চেয়ে তার ‘ডোন্ট কেয়ার’ এবং নানান কাণ্ডেই আলোচনায় বেশি থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোজাসাপটা মন্তব্য করে মাঝে মধ্যেই বিতর্কে জড়ান তিনি। এবার একাধিকবার একই গুঞ্জনে ভীষণ বিরক্ত শ্রীলেখা।    

বিজ্ঞাপন

জানা গেছে, নেটদুনিয়া মাঝে মধ্যেই অভিনেত্রীর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফের বিয়ের গুঞ্জন উঠেছে শ্রীলেখার। তবে এত দিন বিষয়টি নিয়ে তেমন কিছু না বললেও এবার নেটিজেনদের ওপর চটেছেন তিনি। 

শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। ওই ছবিতে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। 

বিজ্ঞাপন

শ্রীলেখাড় ফেসবুক থেকে নেওয়া

এ দিকে তার সিঁথিতে সিঁদুর দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা। রীতিমতো বিয়ের গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে ওঠে। তবে কি ফের বিয়ে করেছেন শ্রীলেখা?  এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ভক্তদের মনে। 

তবে শ্রীলেখা তার বিয়ের গুঞ্জনটি এবার খুব একটা দীর্ঘ হতে দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বরং নেটিজেনদের এই জল্পনার আগুনে জল ঢেলে দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুকে শ্রীলেখা বলেন, ‘আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারও বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে। 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে শিলাদিত্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রীলেখা মিত্র। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে বর্তমানে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |