বলিউডের তারকা দম্পতি গীতিকবি জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমি আজ ঢাকার মঞ্চে প্রথমবারের মতো ‘কাইফি অওর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করবেন। রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন হবে।
জাভেদ আখতার-শাবানা আজমির নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং। অনুষ্ঠানটি আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, নাটকের টেকনিক্যাল টিম আগেই এসেছে। শাবানা আজমি ও জাভেদ আখতার আজ সকালের ফ্লাইটে ঢাকায় এসেছেন।
শাবানা আজমির পিতা কবি কাইফি আজমির জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প।
আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, আসন সীমিত হওয়ার কারণে নির্দিষ্ট কিছু সাংবাদিক অনুষ্ঠানটি কাভার করার সুযোগ পাবেন। সকল গণমাধ্যমকে এই সুযোগটি দেয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, দর্শনীর বিনিময়ে দর্শকরা মঞ্চ নাটকের এ আয়োজনটি উপভোগ করতে পারবেন। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।
ভারতের খ্যাতিমান গীতিকার জাভেদ আকতার। অন্যদিকে অভিনেত্রী হিসেবে ভারতের পাশাপাশি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়তা রয়েছে শাবানা আজমির। শাবানা-জাভেদ দম্পতি এবার ঢাকার মঞ্চে একসঙ্গে হাজির হচ্ছেন।
পিআর/এসএস