ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘ফর্সা হওয়ার অনেক ক্রিম ব্যবহার করেও লাভ হয়নি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ , ০২:৫৬ পিএম


loading/img
নওয়াজউদ্দিন সিদ্দিকী

নিজের সৌন্দর্য বাড়াতে অনেক কিছুই করে থাকেন তারকারা। বিশেষ করে নারী অভিনয়শিল্পীরা। ভিন্ন ভিন্ন রুপচর্চায় নিজেদেরকে আকর্ষণীয় করে তোলেন। পিছিয়ে নেই অভিনেতারাও। বর্তমানে অভিনেত্রীদের পাশাপাশি তারাও নিজেদের সৌন্দর্য বাড়াতে ব্যাবহার করেন নানান ধরনের প্রসাধনী। 

বিজ্ঞাপন

তবে এ ক্ষেত্রে ফর্সা হওয়ার অনেক ক্রিম ব্যবহার করেও কোনো লাভ হয়নি বলিউডের জনপ্রিয় তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন এই অভিনেতা। পাশাপাশি ক্যারিয়ারে গায়ের রংয়ের কারণে কতটা বাঁধা-বিপত্তির সম্মুখীন হয়েছেন সেটাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নওয়াজউদ্দিন।     

বলিউডের শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রায় দুই দশক সময় লেগেছে নওয়াজউদ্দিনের। ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও তার এই জার্নিটা খুব একটা মসৃণ ছিল না। ফলে জীবনের প্রতি মুহূর্তেই নানান বাঁধার সম্মুখীন হওয়ার পাশাপাশি অপমানও হতে হয়েছে তাকে।  

বিজ্ঞাপন

নওয়াজউদ্দিনের জীবনের জার্নিতে আরেকটি তিক্ত পার্ট হলো অভিনেতার গায়ের রং। এ নিয়ে মানুষের কাছ থেকে নানাভাবে বিদ্রুপের শিকার হন তিনি। বলা যায়, একটা সময় এসব গ্রাস করে ফেলেছিল তাকে। তাই গায়ের রং ফর্সা করার জন্য ক্রিম ব্যবহার করতে শুরু করেন এই অভিনেতা। কিন্তু এতেও ব্যর্থ হন এই অভিনেতা।  

এ প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, কেউ আমাকে বলতো, তোমার নাক ঠিক নেই, তোমার ঠোঁট ঠিক নেই। গায়ের রং নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছি। ফর্সা হওয়ার জন্য আমি অসংখ্য ক্রিম ব্যবহার করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। পরে উপলব্ধি করলাম, আসলে এটি কি! 

অভিনেতা আরও বলেন, আমি দীর্ঘ দিন বিশ্বাস করেছি, আমি দেখতে সুন্দর না। কিন্তু যখন আমি এই পরিবেশ থেকে বেরিয়ে আসি এবং উপলব্ধি করি আমি ঠিক আছি, আমার মুখ দেখতে সুন্দর। আপনার চেহারা নিয়ে আপনার আত্মবিশ্বাসী হওয়াটা জরুরি। কিছু কিছু সময় মানুষ আপনার জন্য নিরাপত্তাহীনতা নিয়ে আসবে। অনেক মানুষ আমার নাক-ঠোঁট ঠিক করার পরামর্শ দিয়েছেন। 

বিজ্ঞাপন

আত্মবিশ্বাসী হওয়ার কথা উল্লেখ করে নওয়াজউদ্দিন বলেন, আপনি যদি আত্মবিশ্বাসী না হন, তা হলে কোনো কিছুই সুন্দর না। আপনি যদি আপনার চেহারা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে তা ভুল হবে।

সূত্র : বলিউড বাবল
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |