ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মেজাজ হারিয়ে গণমাধ্যমকর্মীদের যা বললেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ১১:১২ এএম


loading/img
রণবীর কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। তবে অভিনেতার আসন্ন সিনেমার প্রচারণায় খুব একটা দেখা যাচ্ছে না তাকে।  

বিজ্ঞাপন

গত ৮ নভেম্বর তাকে দেখা মাত্রই ছবি তুলতে যান সাংবাদিকরা। কিন্তু ছবি তোলার মতো মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের কথায় রীতিমতো তাদের ওপর মেজাজ হারান রণবীর।

জানা গেছে, রণবীর ঝড়ের গতিতে বেরিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা ঘিরে ধরে বলেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আর তাতেই মেজাজ হারিয়ে অভিনেতা বলেন, কেন দাঁড়াব? 

বিজ্ঞাপন

বলিপাড়ায় এমনিতেই বদমেজাজি বলে ব্যাপক দুর্নাম ছিল ঋষি কাপুরের। রণবীরও বেশ কয়েকবার সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়েছেন। এমনকি অভিনেতার নামে নাকি এই দুর্নাম রয়েছে, স্ত্রী আলিয়া ভাটের ওপর খবরদারি করেন তিনি।   

যদিও তার স্ত্রী সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে অ্যানিমেল মুক্তির আগে হঠাৎ কী কারণে রণবীরের মেজাজ খারাপ হলো সেই কারণ এখনও জানা যায়নি।  

সূত্র : আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |