ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

প্রথমবার একসঙ্গে আসিফ আকবর-শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক,|আরটিভি নিউজ

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ , ০৮:২৯ পিএম


loading/img
আসিফ আকবর-শ্রেয়া ঘোষাল (সংগৃহীত)

বাংলাদেশ ও ভারত দুই দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও শ্রেয়া ঘোষাল। প্রথমবারের মতো তারা দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। আসিফ-শ্রেয়া গাইবেন দুটি গান। একটি হবে বাংলায়, আরেকটি হবে হিন্দিতে। এ তথ্য জানিয়েছেন আসিফ আকবর।

বিজ্ঞাপন

তিনি ফেসবুকে লেখেন, সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে মিলন নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালো লাগার তালিকায় আছে। 

শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সাটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’

বিজ্ঞাপন

আসিফ জানান, ২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আর আসিফ বর্তমানে অসুস্থ। সুস্থ হলেই মুম্বাই গিয়েই গানের রেকর্ডে অংশ নেবেন।

তিনি আরও জানান, এই গানের কথা লিখেছেন ভারতের রবি বাসনেট। এর সুর ও সংগীত করেছেন রাজিব রায় ও মনতোষ দিঘারিয়া। 

ফ্রান্সের বিলিভ মিউজিক থেকে আসবে গান দুটি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |