ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চুপিসারে বিয়ে করলেন সঙ্গীতশিল্পী লিজা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ নভেম্বর ২০২৩ , ০৫:৫১ পিএম


loading/img
লিজা ও তার স্বামী ( সংগৃহীত)

চুপিসারেই বিয়ের কাজ সম্পন্ন করলেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি লিজা।

বিজ্ঞাপন

বিয়ের বিষয়ে কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। শুধু তাই না, লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। এছাড়াও ফেসবুকে লিজার প্রকাশিত অনেক ছবিতে পাওয়া গেছে সবুজ খন্দকারকে। যেখানে আছে লিজার পরিবারের লোকজনও।

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় এই গায়িকার। বিবাহিত সবুজের সঙ্গে পরিচয়ের সূত্রপাত ইকবাল মাহমুদের মাধ্যমে। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তানও রয়েছে। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আকদ হয় বলে কথা রটে। সেসময় লিজা জানান, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা হয়নি। আর ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |