ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সন্দীপ্তা-সৌম্যর বিয়ে সম্পন্ন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ , ০৭:৪৮ পিএম


loading/img
সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জি

অবশেষে চার হাত এক হলো সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জীর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

বিয়ের দিন বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে।

এক দিনেই বিয়ে ও রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না।

বিজ্ঞাপন

এসেছিলেন টালিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেছে আমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগদান পর্বের দিন সাদা লহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা- সৌম্য। তবে শুরুর দিকে সম্পর্ক নিয়ে রাখঢাকের কমতি ছিল না তাদের। পরে আড়াল সামনে নিয়ে আসেন নিজেদের প্রণয়ের গল্প। এবার তা রূপ নিল পরিণয়ে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |