ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

কবে নিতে পারেন সন্তান, জানালেন রণবীর নিজেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ১০:২৯ এএম


loading/img
রণবীর সিংহ

ভালোবেসে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতোমধ্যে সংসার জীবনের ৫ বছর পার করে ফেলেছেন তারা। অনেক জনপ্রিয় তারকা দম্পতি সন্তান নিলেও, এই তারকা দম্পতি এখনও কোনো সন্তান নেননি। তবে এবার সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রণবীর নিজেই।     

বিজ্ঞাপন

দাম্পত্যজীবনের এই পাঁচ বছরে একাধিক বার নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে এই তারকা দম্পতিকে নিয়ে। কখনও দীপিকা-রণবীরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কখনও বা আবার প্রশ্ন উঠেছে তাদের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়ে। তবে এসব গুজনে কখনোই পাত্তা দিতে দেখা যায়নি রণবীর বা দীপিকা কাউকেই। 

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ,

বিজ্ঞাপন

এ দিকে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, রণবীর নাকি বাবা হতে চলেছেন! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। 

জানা গেছে, রণবীরের আসন্ন একটি সিনেমায় বাবার ভূমিকায় দেখা যাবে রণবীরকে। চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ সিনেমায় নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রণবীরকে।    

সিনেমাটি নির্মাণ করবেন অয়ন মুখোপাধ্যায়। পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীরকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ সিনেমায় শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। আর সেই শেষে বিশেষ একটি চরিত্রে ধরা দিয়েছিলেন দীপিকা।  

বিজ্ঞাপন

দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ,

মূলত রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে।

কিন্তু বর্তমানে নির্মাতা অয়নের ‘ওয়ার টু’ সিনেমার কাজে ব্যস্ত থাকায় ‘ব্রহ্মাস্ত্র : পার্ট টু- দেব’র শুটিং শুরু হতে বছর খানেক দেরি হবে। 

অন্যদিকে, ‘বৈজু বাওরা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রণবীর। সব মিলিয়ে আগামী বছর ভীষণ ব্যস্ত থাকবেন অয়ন ও রণবীর। তাই ২০২৫ সালে রণবীরের বাবার ভূমিকায় কাজ শুরু হবে বলে জানা গেছে। 

সূত্র : আনন্দবাজার    
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |