• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

জাহ্নবীর বিউটি স্পট দেখতে চান কে, জানালেন অভিনেত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১
জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর

বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। অন্যদিকে জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করন জোহর। এবার তার ‘কফি উইথ করন’ শো’তে হাজির হয়েছিলেন জাহ্নবী-খুশি। আর সেখানেই জাহ্নবীর বিউটি স্পট দেখতে চান কে, জানালেন অভিনেত্রী নিজেই।

সাম্প্রতিক এপিসোডে র‍্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী প্রতিশ্রুতি দেন, যতটা সম্ভব সৎ থাকবেন। তার প্রমাণও দিলেন তিনি।

সেই রাউন্ডে জাহ্নবীর কাছে করা এক প্রশ্নের এক উত্তর শুনে রীতিমতো হতবাক হয়েছেন খোদ করন থেকে শুরু করে নেটিজেনরাও।

শো’তে জাহ্নবী জানান, এক অভিনেতা তাকে মেসেজ করে বলেন, আমি কি আপনার সমস্ত বিউটি স্পট দেখতে পারি? জাহ্নবীর এই কথা শুনে হাসতে হাসতে করন জানতে চান, তার কতো সুন্দর জায়গা রয়েছে।

করণ জোহরের সঙ্গে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর,

করনের শো মানেই সেখানে উঠে আসে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, খুনসুটির কথা। খুশির ডেটিং সম্পর্কে গুঞ্জন নিশ্চিত করতে অনেকটাই ইন্ধন জুগিয়েছেন জাহ্নবী।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পায় জোয়া আখতার নির্মিত সিনেমা ‘দ্য আর্কিজ’। এই সিনেমাতেই অভিনয় করেছেন খুশি ও বেদাং রায়না।

শোনা যাচ্ছে, ‘দ্য আর্কিজ’ সিনেমার সহ-অভিনেতা রায়নার সঙ্গে ডেট করছেন খুশি। সে বিষয়েও তার কাছে জানতে চান করন। তবে অভিনেত্রীর দাবি, তারা শুধুমাত্র ভালো বন্ধু।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত কোটিতে ধর্মা প্রোডাকশনের শেয়ার বেচে দিলেন করণ জোহর
সিনেমা দেখার সময় প্রেক্ষাগৃহেই দর্শকের মৃত্যু!
ওটিটিতে পা রাখছেন করণ জোহর
হাত-পা অবশ, বাথরুমেও যেতে পারছিলাম না: জাহ্নবী