• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
স্বাগতা
স্বাগতা

শোবিজে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক তারকার বিয়ে উচ্ছ্বসিত ভক্তরাও। বছরের শুরুটা হয়েছিল মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব বিয়ের খবর দেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্বাগতা।

চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাগতা। শুধু তাই নয়, এরই মধ্যে বিয়ের কার্ডও পাঠানো শুরু করেছেন তিনি। ঢাকাতেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে নারাজ স্বাগতা।

স্বাগতার হবু বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

স্বাগতা ও ড. হাসান আজাদ

বিয়ে প্রসঙ্গে স্বাগত বলেন, জানুয়ারির মাসের শেষ সপ্তাহের একটি দিন বিয়ের অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, কাছের মানুষদের অতিথি হিসেবে পাব। সবার আশীর্বাদ-ভালোবাসা চাই।

জীবনসঙ্গী হিসেবে ড. হাসান আজাদকে বেছে নেওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, মানুষ হিসেবে হাসান অনেক ভালো, পরিষ্কার মনের মানুষ। কোনোরকম ভনিতা নেই তার মধ্যে। খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে, যা সবাই পারে না।

এর আগে, চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বাগতা। তবে খুব বেশিদিন টেকেনি তাদের সেই সংসার। হাঁটেন বিচ্ছেদের পথে।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বছর খানেক একা ছিলেন স্বাগতা। পরে ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর আজাদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা
স্বাগতার নতুন যাত্রা
বিজয়ের মাসে আসছে মৌসুমীর ‘নয়া মানুষ’
বিচ্ছেদের গুঞ্জনে চটেছেন মৌসুমী হামিদ